সামাজিক নিরাপত্তা বীমা (লাভসহ) প্ল্যান-৬৩
এই বীমা পরিকল্পনাটি স্বল্প আয়ের মানুষ-কৃষক, শ্রমিক, সমবায়ী, পশুপালক, কামার-কুমার,গার্মেন্টস শ্রমিক, রিক্সাওয়ালা সহ সকল শ্রেণীর বীমাগ্রাহক বিশেষ করে দেশের মহিলাদের-কে জীবন বীমার সুবিধা পৌঁছে দেওয়ার জন্য জীবন বীমা কর্পোরেশন ‘‘ সামাজিক নিরাপত্তা বীমা (লাভসহ” Social Security Scheme (With Profit) চালু করেছে। এই স্কীম চালুর মাধ্যমে জীবন বীমা কর্পোরেশন দেশের জনগণের প্রতি সামাজিক দায়িত্ব হিসাবে নিম্নবৃত্ত হতে মধ্যবিত্ত সবাই যেন বীমা সুবিধা পেতে পারে, ভবিষ্যতের জন্য আকর্ষনীয় সঞ্চয় করতে পারে এবং বীমাগ্রহীতার অকাল মৃত্যুতে পরিবারের আর্থিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করতে পারে সেই জন্য সামাজিক নিরাপত্তা স্কিম চালু করা হয়েছে।
বীমা অংক | ১২০০০ (সর্বনিম্ন) |
প্রিমিয়াম | সর্বনিম্ন মাসিক জমা ১০০/= টাকা, সর্বোচ্চ মাসিক জমার পরিমাণ টাকা ৫০০০/= |
মেয়াদকাল | ১০,১১,১২,১৩,১৪ ও ১৫ |
প্রবেশকালীন বয়স | ৪৫ বছর (সর্বোচ্চ) |
মেয়াদপূর্তিকালীন বয়স | ৬০বছর (সর্বোচ্চ) |
পরিশোধ পদ্ধতি | মাসিক |
উপকারিতা:
মেয়াদপূর্তিকালীন | বীমার মেয়াদপূর্তি পর্যন্ত বীমা গ্রহীতা বেঁচে থাকলে বীমা অংক অর্জিত বোনাসসহ বীমা গ্রহীতাকে প্রদান করা হয় । |
মৃত্যুদাবী | বীমার মেয়াদের মধ্যে বীমা গ্রহীতা মৃত্যু বরণ করলে বীমা অংক অর্জিত বোনাসসহ মনোনীতক (গণ) কে প্রদান করা হয় । |
বিনিয়োগ | কমপক্ষে দুই বছর প্রিমিয়াম প্রদান করার পর পলিসিটি সমর্পণ মূল্য অর্জন করে । |
বীমা সমর্পণ | কমপক্ষে দুই বছর প্রিমিয়াম প্রদান করার পর পলিসিটি সমর্পণ মূল্য অর্জন করে । |
আয়কর | মেয়াদপূর্তিতে বীমা দাবীর টাকা থেকে মোট জমাকৃত প্রিমিয়াম বাদে অতিরিক্ত টাকার উপর ৫% উৎসে কর প্রদান করতে হয় । ব্যক্তিগত আয়কর রিটার্ন দাখিলের সময় জমাকৃত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায় । মৃত্যু দাবী আয়করমুক্ত । |
সহযোগী বীমা | মূল বীমার সাথে দূর্ঘটনাজনিত মৃত্যু বীমা এবং স্থায়ী অক্ষমতা ও দূর্ঘটনা বীমা সহযোগী বীমা হিসেবে গ্রহণ করা যায় । |
আয়কর | ব্যক্তিগত আয়কর রিটার্ন দাখিলের সময় জমাকৃত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায় । মৃত্যু দাবী আয়করমুক্ত । |