Chairman & Director
জনাব মোঃ আসাদুল ইসলাম
চেয়ারম্যান, পরিচালনা বোর্ড , জীবন বীমা কর্পোরেশন
জনাব মোঃ আসাদুল ইসলাম ০৭ মার্চ, ২০২২ তারিখে জীবন বীমা কর্পোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান পদে যোগদান করেন। জনাব মোঃ আসাদুল ইসলাম বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের সদস্য ছিলেন এবং সরকারের সিনিয়র সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, পদে দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারী দপ্তরে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশীয় আঞ্চলিক কার্যালয় নয়াদিল্লীতে International Professional হিসাবে কাজ করেছেন।
জনাব মোঃ আসাদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক (সম্মান) ও মাস্টার্স ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে নেদারল্যান্ডের ইনস্টিটিউট অব সোস্যাল স্ট্যাডিজ থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা এবং যুক্তরাজ্যের কলি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রী লাভ করেন। তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি ১৯৬২ সনে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। পারিবারিক জীবনে তিনি দুই সন্তানের জনক।
মোঃ সাইফুল ইসলাম
পরিচালক, পরিচালনা বোর্ড, জীবন বীমা কর্পোরেশন
জনাব মোঃ সাইফুল ইসলাম (অতিরিক্ত সচিব) ২৮ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। জীবন বীমা কর্পোরেশনে যোগদানের পূর্বে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়-এর অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়-এ দায়িত্ব পালনের পূর্বে তিনি ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি-এর নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব), সিভিল এ্যাভিয়েশন কর্তৃপক্ষে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি জনপ্রশাসন, পরিকল্পনা এবং শিক্ষা মন্ত্রণালয়-এ কর্মরত ছিলেন। তিনি উপজেলা নির্বাহী অফিসার এবং ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রশিক্ষণ ও পেশাগত কাজে বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।
জনাব মোঃ সাইফুল ইসলাম ১৯৬৪ সালে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে কৃষিতে স্নাতক এবং সিভিল সার্ভিস কলেজ থেকে এম.পি.এ ডিগ্রী অর্জন করেন। তিনি বিসিএস(প্রশাসন) ক্যাডারের ১১তম ব্যাচ-এর সদস্য। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তান-এর জনক।