Product

শিশু নিরাপত্তা বীমা (লাভসহ) প্ল্যান-০৯

এই বীমা পরিকল্পনা যুগ্মভাবে প্রিমিয়ামদাতা ও শিশুর জীবনের উপর দেয়া হয়। সাধারণতঃ শিশুর পিতা এই পরিকল্পনা প্রিমিয়ামদাতা বলে বিবেচিত হন। যদি পিতা জীবিত না থাকেন অথবা বীমা গ্রহণের অযোগ্য বলে বিবেচিত হন তাহলে শিশুর মাতা পরিকল্পনায় প্রিমিয়ামদাতা হতে পারেন। শিশুর মাতাকে সে ক্ষেত্রে অবশ্যই শিক্ষিতা (মাধ্যমিক বা সমমানের পরীক্ষা পাশ) হতে হবে এবং যে কোন বৃত্তি থেকে তাহার নিজস্ব রোজগার থাকতে হবে। মাতা-পিতা ভিন্ন অন্য কেহ এই পরিকল্পনায় প্রিমিয়াম দাতা হতে পারেন না।

বীমা অংক ৬,০০০.০০ (সর্বনিম্ন)
প্রিমিয়াম -
মেয়াদকাল ৮ থেকে ২৪ বছর
প্রবেশকালীন বয়স শিশুর বয়স ৬ মাস (সর্বনিম্ন)
মেয়াদপূর্তিকালীন বয়স শিশুর মেয়াদ-পূর্তিকালীন বয়স ১৮ হতে ২৫ বছরের মধ্যে হতে
পরিশোধ পদ্ধতি বার্ষিক, ষান্মাসিক ও ত্রৈমাসিক

উপকারিতা:

মেয়াদপূর্তিকালীন বীমার মেয়াদপূর্তি পর্যন্ত বীমা গ্রহীতা বেঁচে থাকলে বীমা অংক অর্জিত বোনাসসহ বীমা গ্রহীতাকে প্রদান করা হয় ।
মৃত্যুদাবী প্রিমিয়ামদাতার মৃত্যু হয় তাহলে মৃত্যুর দিন থেকে মেয়দা-পূর্তি পর্যন্ত দেয় প্রিমিয়াম মওকুফ হয়ে যায় এবং শিশুকে নিন্মোক্ত সুবিধাসমূহ দেয়া হয়: (ক) প্রতি হাজার বীমার জন্য বার্ষিক ১০০ টাকা হারে মৃত্যুকাল হতে শুরু করে মেয়াদ-পূর্তি পর্যন্ত অথবা মেয়াদ-পূর্তির পূর্বে শিশুর মৃত্যু হলে শিশুর মৃত্যুর দিন পর্যন্ত দেয়া হয়। (খ) মেয়াদ অন্তে অর্পিত বোনাসসহ বীমার ম্পূর্ণ টাকা প্রাদন করা হয়। এই সুবিধাগুলি বীমাকাল পর্যন্ত এবং পরবর্তী সময়ের জন্যও শিশুর নিরাপত্তা ব্যবস্থা করে দেয়। যদি প্রিমিয়ামদাতা ও শিশু দুজনেই বীমার মেয়াদ-পূর্তি পর্যন্ত বেঁচে থাকেন, তাহলে মেয়াদ অন্তে অর্পিত বোনাসসহ বীমাকৃত অর্থ প্রদান করা হয়। যদি মেয়াদ-পূর্তির পূর্বে শিশুর মৃত্যু হয় হাহলে নিন্ম বর্ণিত তালিকা অনুসারে বীমার টাকা প্রিমিয়ামদাতাকে দেয়া হয়।

মৃত্যুকালীন শিশুর বয়স :

১ বছর অর্পিত বোনসসহ বীমা অংকের ১০%

২ বছর অর্পিত বোনসসহ বীমা অংকের ২০%

৩ বছর অর্পিত বোনসসহ বীমা অংকের ৩০%

৪ বছর অর্পিত বোনসসহ বীমা অংকের ৪০%

৫ বছর অর্পিত বোনসসহ বীমা অংকের ৫০%

৬ বছর অর্পিত বোনসসহ বীমা অংকের ৬০%

৭ বছর অর্পিত বোনসসহ বীমা অংকের ৭০%

৮ বছর অর্পিত বোনসসহ বীমা অংকের ৮০%

৯ বছর অর্পিত বোনসসহ বীমা অংকের ৯০%

১০ বছর ও ততোধিক অর্পিত বোনাসসহ সম্পূর্ণ বীমা অংক।

বিনিয়োগ লোন দেওয়া হয় না।
বীমা সমর্পণ কমপক্ষে দুই বছর প্রিমিয়াম প্রদান করার পর পলিসিটি সমর্পণ মূল্য অর্জন করে ।
অন্যান্য প্রস্তাবপত্রের সঙ্গে শিশু ও প্রিমিয়ামদাতার জন্য দুটি আলাদা ডাক্তারী পরীক্ষার রিপোর্ট ফরম পূরণ করে সংযোজন করতে হবে।
সহযোগী বীমা এই বীমার সঙ্গে কোন অতিরিক্ত সুবিধার বীমা (Supplementary benefit) গ্রহণ করা যায় না
আয়কর ব্যক্তিগত আয়কর রিটার্ন দাখিলের সময় জমাকৃত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায় । মৃত্যু দাবী আয়করমুক্ত ।

Get in Jiban Bima Corporation